ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জাল দলিলে জমি আত্মসাত: ৩ ভাইয়ের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
জাল দলিলে জমি আত্মসাত: ৩ ভাইয়ের কারাদণ্ড

বরিশাল: জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ৩ ভাইকে ৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিবুল হাসান এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার আড়াইবেকী এলাকার মৃত আজিজ হাওলাদারের ছেলে আশরাফ আলী, মজিদ হাওলাদার ও মো. ফরিদুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, বাদীর পৈত্রিক সম্পত্তির ২২ শতাংশ জমি আসামিরা ২৭ শতাংশ দাবি করে একটি জাল দলিল তৈরি করে। জাল দলিল মূলে ওই জমি দখলের চেষ্টা চালায়। বাদী বাধা দিলে খুন জখমের ভয়ভীতি দেখায়। পরে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর বাদী মূল দলিলের সহি মোহর নকল উত্তোলন করে দেখেন আসামিপক্ষের দলিল জালিয়াতি মাধ্যমে তৈরি করা।

এ ঘটনায় একই এলাকার মোফাজ্জেল হাওলাদার বাদী হয়ে ওই বছর ১৪ অক্টোবর মামলা দায়ের করেন। মামলাটি ডিবির এসআই মিজানুর রহমান তদন্ত করে আসামিদের অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। পরে বাদী অসুস্থ হয়ে পড়লে বাদীর ছেলে সোহাগ হাওলাদার মামলাটি পরিচালনা করার জন্য আদালতে দরখাস্ত করেন।

মঙ্গলবার তিন জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আশ্রাব আলী ও ফরিদুল ইসলামকে ৪৬৭ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ৪৭১ ধারায় ওই দুই আসামিকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর আসামি মজিদ হাওলাদারকে ৪৬৭ ও ৪৭১ ধারায় ৬ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আসাদুজ্জামান ফিরোজ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।