ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষা কেন্দ্র থেকে উধাও এসএসসি পরীক্ষার্থী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
পরীক্ষা কেন্দ্র থেকে উধাও এসএসসি পরীক্ষার্থী  মাগুরার মানচিত্র

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে বাবার সঙ্গে পরীক্ষা দিতে এসে কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষা না দিয়ে উধাও হয়ে গেছে সাদিয়া খাতুন নামে এক এসএসসি পরীক্ষার্থী।  

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে অর্থনীতি বিষয়ের পরীক্ষার দিন উপজেলা সদরের সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাদিয়া খাতুন উপজেলার বালিদিয়া ইউনিয়নের চর বড়রিয়া গ্রামের মো. শাহজাহান মিয়ার মেয়ে। সে সদরের মহম্মদপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সে জাঙ্গালিয়া গ্রামে নানা সিরাজুল ইসলাম সিরু মিয়ার বাড়ি থেকে পড়ালেখা করত।

সাদিয়ার বাবা শাহজাহান মিয়া জানান, মেয়েকে নিয়ে তিনি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে চায়ের দোকানে অপেক্ষা করছিলেন। পরীক্ষা শুরুর কিছু সময় পর মেয়ের স্কুলের প্রধান শিক্ষক সমীর কুমার দাশ ফোন করে জানান সাদিয়া পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত। তারপর আত্মীয় স্বজন সবাইকে জানানো হয় বিষয়টি। সারাদিন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

প্রেমের টানে সাদিয়া কোনো ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তারা সন্ধান পাওয়ার চেষ্টা করছেন। বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন।  

মহম্মদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দাশ জানান, তার স্কুলের এসএসসি পরীক্ষার্থী সাদিয়া আজ শেষ পরীক্ষার দিন অনুপস্থিত ছিল। তার বাবাকে বিষয়টি তাৎক্ষণিক জানানো হয়েছে।
 
সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম বলেন, মেয়েটি আগের দুই বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। আজ অর্থনীতি বিষয়ের পরীক্ষার দিন সে অনুপস্থিত ছিল।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, বিষয়টি জেনেছি, তবে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ আসেনি।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।