ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফুলপুরে কাভার্ডভ্যানের চাপায় ২ বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
ফুলপুরে কাভার্ডভ্যানের চাপায় ২ বাইকার নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন-ফুলপুর পৌরসভার দিউ নামক এলাকার দুলাল মাস্টারের ছেলে সাকিব মিয়া (৩৩) এবং একই এলাকার সিকদার বাড়ির শামছুল হকের ছেলে আজাহারুল ইসলাম (৩৫)।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের বাশাটী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, চালকসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

ওসি আরও বলেন, নকলা থেকে মোটরসাইকেলে করে ফুলপুরে আসছিলেন ওই দুই বাইকার। এ সময় উপজেলার বাশাটী নামক আসতেই শেরপুরগামী একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।