ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি 

ঢাকা: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতার স্মারক ভাষণ দিচ্ছেন।

বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর তিনি ভাষণ শুরু করেন।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছেন।  

রাষ্ট্রপতি সংসদ অধিবেশন কক্ষে প্রবেশের সময় বিউগলে আগমনী সুর বেজে ওঠে। সংসদ সদস্যরা দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে সম্মান জানান। এ সময় জাতীয় সংগীতের সুর বেজে ওঠে। পরে রাষ্ট্রপতি তার জন্য নির্ধারিত আসনে বসে স্মারক ভাষণ শুরু করেন।

রাষ্ট্রপতির ভাষণের পর সংসদে বিশেষ আলোচনার জন্য সংসদের ১৪৭ বিধিতে প্রস্তাব উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

সংসদে ১৪৭ বিধিতে প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা দুই দিনব্যাপী বিশেষ আলোচনা শেষে বৃহস্পতিবার তা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসকে/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।