ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুকুরে ধরা পড়লো জাটকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
পুকুরে ধরা পড়লো জাটকা!

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের একটি পুকুরে কয়েকটি জাটকা ইলিশ মাছ ধরা পড়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সকালে চর ফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে জাটকা ইলিশ ধরা পড়ে।

স্থানীয় চর ফলকন ইউপি সদস্য আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সকালে বেড় জাল দিয়ে কয়েকজন জেলে পুকুরে মাছ ধরার সময় দেশীয় প্রজাতির মাছের সঙ্গে ১০টি জাটকা ইলিশ জালে উঠে আসে। ইলিশগুলোর আকার ৬-৭ ইঞ্চি হবে।

কমলনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বাংলানিউজকে বলেন, পুকুরটি নদী সংলগ্ন এলাকায়। সম্প্রতি মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের নোনা পানিতে পুকুরটি তলিয়ে যায়। তখন মাছগুলো পুকুরে ঢুকে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।