ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক ২ ফাইল ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় পৃথক অভিযানে ৩৬০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কিশোরগঞ্জ র‌্যাব-১৪ ক্যাম্প।

 

আটকরা হলেন- জেলার পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ওসমান (৩৫) ও একই জেলার কটিয়াদী উপজেলার চায়ইপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে মো. কিবরিয়া (২১)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের দিকে পাকুন্দিয়া এলাকা থেকে ১৮৫ পিস ইয়াবাসহ ওসমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকাও জব্দ করা হয়।  

অন্যদিকে, একইদিন দুপুরে কটিয়াদী উপজেলা এলাকা থেকে ১৭৫ পিস ইয়াবা ও দুইটি ফোনসহ কিবরিয়াকে আটক করা হয়। আটক ওই দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় ও কটিয়াদী মডেল থানায় পৃথক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।