ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে নানা আয়োজনে নবীন আইনজীবীদের বরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
মানিকগঞ্জে নানা আয়োজনে নবীন আইনজীবীদের বরণ

মানিকগঞ্জ: নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে ২০২১ সালে আগত নবীন আইনজীবীদের বরণ করে নিলো জেলা আইনজীবী সমিতি কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের চতুর্থ তলার হল রুমে নানা আয়োজনের মাধ্যমে নবীন আইনজীবীদের বরণ করে নেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি কর্তৃপক্ষ।

এসময় নবীন আইনজীবীদের প্রত্যেককে একটি করে গাউন উপহার দেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।  

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান লিটনের সঞ্চালনা এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মেজবাউল হক মেজবার সভাপতিত্বে এসময় মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামালসহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ বার কাউন্সিলের ২০২১ সালের পরীক্ষায় উত্তীর্ণ মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবীন ৬০ জন আইনজীবীকে গাউন এবং ফুল দিয়ে বরণ করে নেয় অনুষ্ঠানে আগত অতিথিরা।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।