ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে গাড়ি চালানোয় ডিএসসিসির ২ কর্মী কর্মচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
অবৈধভাবে গাড়ি চালানোয় ডিএসসিসির ২ কর্মী কর্মচ্যুত

ঢাকা: অবৈধভাবে গাড়ি বরাদ্দ গ্রহণ করে তা চালানোর দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মীকে কর্মচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে তাদের কর্মচুত করা হয়।

আদেশে বলা হয়, অবৈধভাবেই গাড়ি বরাদ্দ গ্রহণ করে তা চালানোয় পরিচ্ছন্নতাকর্মী মো. হারুন মিয়া ও গাড়ি চালানোর কাজে সহযোগিতা করায় পরিচ্ছন্নতাকর্মী মো. আব্দুর রাজ্জাককে কর্মচ্যুত করা হয়েছে।

বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে নিয়ম বহির্ভূতভাবে অন্যকে চালাতে দেওয়ায় করপোরেশনের গাড়ি চালক (ভারী) মো. ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তান এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নিহত হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।