ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঝুটগুদামের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
গাজীপুরে ঝুটগুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার ঝুটগুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঝুটগুদামটিতে আগুনের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, আমবাগ এলাকায় সন্ধ্যায় লায়ন মিয়া ও মনির হোসেনসহ ৩ জনের ৪টি ঝুটগুদামে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে টিনশেডের গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন।

আরও পড়ুন: গাজীপুরে ঝুট গুদামে আগুন

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।