ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
পাকুন্দিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় সুফিয়া খাতুন  (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের উপজেলার কোদালিয়া চৌরাস্তা উত্তর পাশে কুয়েতি মসজিদের প্রথম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 
 
নিহত সুফিয়া খাতুন উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।  

স্থানীয় সূত্রে জান যায়, শুক্রবার সকালে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের উপজেলার কোদালিয়া চৌরাস্তা উত্তর পাশে কুয়েতি মসজিদের প্রথম মোড়ে রাস্তা পার হচ্ছিলেন সুফিয়া খাতুন। এসময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় সুফিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।