ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২ ফাইল ছবি

কিশোরগঞ্জ: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কিশোরগঞ্জের ভৈরবে আল-আমিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই কিশোর।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মানিকদি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আল-আমিন ওই উপজেলার গোছামারা গ্রামের চুন্নু মিয়ার ছেলে। আহত দু’জনের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলযোগে ওই সেতুতে ঘুরতে যায় আল-আমিনসহ তার দুই বন্ধু। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আল-আমিনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় সঙ্গে থাকা দু’জন। হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  

এ দুর্ঘটনার বিষয়টি স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।