ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

এলডিসি থেকে উত্তরণে মিয়া সেপ্পোর অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এলডিসি থেকে উত্তরণে মিয়া সেপ্পোর অভিনন্দন

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে চুড়ান্তভাবে বাংলাদেশের উত্তরণের রেজুলেশন গৃহীত হওয়ায় ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক টুইটার বার্তায় এই অভিনন্দন জানান।

মিয়া সেপ্পো টুইটারে বলেন, বাংলাদেশকে অভিনন্দন। এটি একটি বড় মাইলফলক এবং অর্জন। অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোর স্নাতকের যাত্রায় বাংলাদেশ থেকে অনেক পাঠ নেওয়ার রয়েছে। কেননা বাংলাদেশ টেকসই স্নাতকের দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করেছে। বাংলাদেশের জাতিসংঘ অফিস এ লক্ষ্যে সমর্থনের জন্য প্রস্তুত।

উল্লেখ্য, বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে চুড়ান্তভাবে বাংলাদেশের উত্তরণের রেজুলেশন গৃহীত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।