ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শনিবার খুলনায় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
শনিবার খুলনায় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

খুলনা: খুলনার বিভিন্ন এলাকায় শনিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিক্রয়-বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ওজোপাডিকোর বিক্রয়-বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ৩৩/১১ কেভি লবণচরা উপকেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:
নগরীর ফেরিঘাট, জিন্নাহপাড়া, ইন্ডাস্ট্রিয়াল, শিপইয়ার্ড, হরিণটানা, সেতু ফিডারের আওতাধীন নগরীর রূপসা ট্রাফিক মোড়, নতুনবাজার চর, সিএসএস সংলগ্ন এলাকা, চানমারী বাজার, ড্যাপস ক্লিনিক সংলগ্ন এলাকা, মতিয়াখালী, মোল্লাপাড়া, গ্যাদনপাড়া, মাস্টারপাড়া, ড্রাইভার গলি, আশি বিঘা, লবণচরা থানা, পূর্ব মোহাম্মদ নগর, বান্দাবাজার, রায়পাড়া, মোক্তার হোসেন রোড, ঢালি পাড়া, র‌্যাব-৬ সংলগ্ন এলাকা, নেভি সংলগ্ন এলাকা, মাথাভাঙ্গা, পুঁটিমারী ও সংলগ্ন আবাসিক এলাকা।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এমআরএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।