ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মেলান্দহে আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
মেলান্দহে আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ কর্মী সভা অনুষ্ঠিত  হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মির্জা আজম অডিটোরিয়ামে এ কর্মী সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ জিন্নাহর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি হাজি দিদার পাশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন প্রমুখ।

এসময় বক্তব্যরা জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের এক হয়ে আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।