ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর: দিনাজপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (২৬ নভেম্বর) সকালে ‘বিজয়ের পথে পথে’ স্লোগানকে সামনে রেখে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, উপজেলা চেয়ারম্যান এমদাদ সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন বাবলু, লোকমান হাকিম, আবুল কাশেম অরু, সাইদুর রহমান সরকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিগত সরকারের আমলে মুক্তিযোদ্ধারা ছিল সুবিধা বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে জাতির বীর সন্তানদের যথাযথ সম্মান, মুক্তিযোদ্ধা ভাতা, বীর নিবাসসহ বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতায় বর্তমান সরকার সর্বদা পাশে থাকবে বলেও জানানো হয়।

এছাড়া আগামী ২ ডিসেম্বর পঞ্চগড়ে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের নিয়ে আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে অংশগ্রহণের আহ্বানও জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।