ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খাবার ভেবে শিশুর কীটনাশক পান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
খাবার ভেবে শিশুর কীটনাশক পান

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় খাবার ভেবে কীটনাশকপান করেছে রাজ হালদার (২) নামে এক শিশু। মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে উজিরপুর উপজেলার কুড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

রাজ ওই গ্রামের রনজিৎ হালদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে রাজ ঘরে থাকা কীটনাশক খাবার ভেবে পান করে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাজের বাবা রনজিৎ হালদার জানান, কৃষি কাজে ব্যবহারের জন্য একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ঘরে রাখা বিষাক্ত ফুরাডন ছিল। রাজ খাবার ভেবে কীটনাশক পান করে ফেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসাইন জানান, শিশুটি বিষাক্ত কীটনাশক খাওয়ার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে আসলে তাকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।