ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতাল এলাকা থেকে ১৪ হাজার ইয়াবাসহ ছালামত উল্লাহ (৩০) নামে এক রোহিঙ্গা মাদককারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

এর আগে একইদিন ভোরে এ অভিযান চালানো হয়। আটক ছালামত লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের হাবিবুর রহমানের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, কুতুপালং এমএসএফ হাসপাতালের বিপরীতে কনিকা মডেল বিউটি পার্লারের সামনে কয়েকজন মাদককারবারি ইয়াবা পাচারের জন্য জড়ো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ১৪ হাজার ইয়াবাসহ ছালামতকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ছালামত দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।