ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ভোটের সংঘর্ষে একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
টাঙ্গাইলে ভোটের সংঘর্ষে একজন নিহত নিহত তোতা শেখ

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে তোতা শেখ (৪০) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার ভাইসহ অন্তত ১০ জন।

শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকেল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তোতা শেখ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কেল শেখের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানান, ইউপি নির্বাচন নিয়ে কথা কাটাকাটির জেরে তোতা শেখ ও তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায় দলের অপর পক্ষের লোকজন। পরে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গুলির ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে চারজনকে পাশের জেলা মানিকগঞ্জের দৌলতপুর থানা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তোতা শেখকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আল মামুন বাংলানিউজকে জানান, তিনি সংঘর্ষে একজনের মারা যাওয়ার কথা শুনেছেন। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত পরে বলা যাবে।

বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মজিবুর রহমান। তিনি জানান, এ ঘটনায় একজন মারা গেছে। গুরুতর আহত অবস্থায় অপরজনকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।