ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ আটক ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ আটক ২ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় একটি প্রাইভেটকার থেকে ১০ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শনিবার (২৭ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু।

আটকরা দু’জন হলেন- ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন উড়াহাটি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সায়েম (৩০) ও গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন সিংড়াতলী এলাকার আবু সাঈদের মেয়ে স্মৃতি আক্তার মিষ্টি (১৯)।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। সে সময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১০ কেজি গাঁজা জব্দসহ সায়েম ও মিষ্টিকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটির জব্দ করা হয়েছে। আটক ওই দু’জনের নামে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এসআরএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।