ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্রোড়পত্র নিয়ে সরকারি সিদ্ধান্ত মানতে ফের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
ক্রোড়পত্র নিয়ে সরকারি সিদ্ধান্ত মানতে ফের চিঠি

ঢাকা: সরকারি ক্রোড়পত্র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে প্রকাশ করার সিদ্ধান্ত হলেও কিছু মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা তা মানছে না। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবসহ সংশ্লিষ্টদের এ চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি ক্রোড়পত্র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে প্রকাশ করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা তা প্রতিপালন না করে নিজস্ব পদ্ধতিতে ক্রোড়পত্র বিভিন্ন পত্রিকায় প্রকাশ করে চলেছেন, যা এলোকেশন অব বিজনেস এবং সরকারি নির্দেশনার পরিপন্থী।

এ বিষয়ে ২০২০ সালের ১৫ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় জানিয়ে এতে বলা হয়,  প্রজ্ঞাপনটি একই বছরের ৮ নভেম্বর ও ২৮ ডিসেম্বর সব মন্ত্রণালয়/বিভাগের সচিবদের অবহিত করা হয়।

এ অবস্থায় সব সরকারি ক্রোড়পত্র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে প্রকাশ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে আবারও অনুরোধ করা হয় ওই চিঠিতে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ