ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুর সড়ক ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
মিরপুর সড়ক ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা ধানমন্ডিতে মিরপুর সড়কে শিক্ষার্থীরা- সংগ্হীত

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে ধানমন্ডি ২৭ নম্বরের মাথায় মিরপুর রোডে অবস্থানরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেছে।

রোববার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে সেখানে অবস্থানরত ছাত্রছাত্রীরা মিরপুর সড়ক ছেড়ে দেয়।

তারপর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবস্থানরত ছাত্রছাত্রীরা নিরাপদ সড়কের পাশাপাশি বিভিন্ন দাবি নিয়ে রোববার (২৮ সভেম্বর) পুনরায় রাস্তা অবরোধ করেছিল। এক পর্যায়ে তারা বিভিন্ন যানবাহনের কাগজপত্রও দেখেছে। এর কিছুক্ষণ পরে তারা নিজেদের ইচ্ছায় যার যার গন্তব্যে স্থানে চলে গেছে। পরে সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


>>>আরও পড়ুন: সড়কে শিক্ষার্থীরা: দেখছেন লাইসেন্স

বাংলাদেশে সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।