ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোট দিয়ে কেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধা নুরজাহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
ভোট দিয়ে কেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধা নুরজাহান

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ভোট দিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন নূর জাহান বেগম নামে (৮০) বছর বছর বয়সী এক বৃদ্ধা।

মৃত নুরজাহান বেগম উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামের মৃত একাব্বর আলীর স্ত্রী।

রোববার (২৮ নভেম্বর) উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে সাউথকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারীদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যান নূর জাহান বেগম। নিজের ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বের হওয়ার চেষ্টা করলে হঠাৎ ঢলে পড়েন বৃদ্ধা। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ বিষয়ে বৃদ্ধার ভাতিজা জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমীন কালাম বাংলানিউজকে বলেন, এবারের ভোট নিয়ে উৎকণ্ঠায় ছিলেন চাচি। ভোট কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার সময় হঠাৎ ঢলে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ এখন বাড়িতে আছে বলেও জানান তিনি।  

তৃতীয় দফায় ময়মনসিংহের তিনটি উপজেলার ত্রিশাল, মুক্তাগাছা ও সদরের ২৭টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।