ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

এসিআর দাখিলে লাগবে না স্বাস্থ্য প্রতিবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসিআর দাখিলে লাগবে না স্বাস্থ্য প্রতিবেদন

ঢাকা: করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ মহামারির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চলতি বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন লাগবে না।

বার্ষিক গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য প্রতিবেদন থেকে অব্যাহতি দিয়ে রোববার (২৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বিরাজমান কোভিড-১৯ মহামারির প্রকোপ বর্তমানে কিছুটা কম হলেও আসন্ন শীত মৌসুমে তা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

বিদ্যমান এ পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গোপনীয় অনুবেদনে নির্ধারিত হাসপাতাল থেকে স্বাস্থ্য প্রতিবেদন নেওয়া ঝুঁকিপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এ অবস্থায়, কোভিডের চিকিৎসা এবং টিকা দেওয়ার সময় হাসপাতালে অতিরিক্ত ভিড় এড়াতে এবং সরকারি কর্মকর্তাদের সংক্রমণের ঝুঁকির বিষয়টি বিবেচনাপূর্বক ২০২১ সালের বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন নেওয়ার প্রয়োজন নেই।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।