ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাউন্সিলর হত্যা মামলার ৬ নং আসামি লালমনিরহাটে আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
কাউন্সিলর হত্যা মামলার ৬ নং আসামি লালমনিরহাটে আটক 

কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার ২ আসামি লালমনিরহাটে আটক 

লালমনিরহাট: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার এজাহারভুক্ত ছয় নম্বর আসামি আশিকুর রহমান ওরফে রকিকে (৩৩) লালমনিরহাট থেকে আটক করেছে রংপুর র‍্যাব-১৩।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে রংপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর কন্ট্রোল রুম থেকে রকিকে আটক করার সত্যতা নিশ্চিত করে।

রকি কুমিল্লা নগরের তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

রকি ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। প্রযুক্তি ব্যবহার করে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্ডিমারী বাজার থেকে তাকে আটক করে। পরে তাকে কুমিল্লায় পাঠানো হয়। এনিয়ে আলোচিত এ জোড়া খুনের ঘটনায় আটজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন। এর মধ্যে দু’জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) দিনগত রাতে এ মামলার দুই আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।  

নিহতরা হলেন- মামলার তিন নম্বর আসামি নগরীর সুজানগর এলাকার বাসিন্দা রফিক মিয়ার ছেলে মো.সাব্বির হোসেন (২৮) ও মামলার পাঁচ নম্বর আসামি সংরাইশ এলাকার কাকন মিয়ার ছেলে সাজন (৩২)।

এনিয়ে আলোচিত এ জোড়া খুনের ঘটনায় ১০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন। এর মধ্যে দু’জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

২২ নভেম্বর বিকেল ৪টার দিকে তার পাথ‌ু‌রিয়াপাড়ার নিজের ঠিকাদারি কাজ পরিচালনার অফিসে বেশ কয়েকজনের সঙ্গে বসেছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল (৫০)। এসময় কয়েকজন মুখোশধারী লোক কাউন্সিলরের অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে সোহেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে নয়টি গুলি লাগে। এসময় আহত হন তার সঙ্গে থাকা আরো আটজন। গুলিবিদ্ধ সবাইকে হাসপাতালে নিলে কাউন্সিলর সোহেল ও তার সঙ্গী আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে (৬০) মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

এ ঘটনায় মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত সোহেলের ভাই সৈয়দ মোহাম্মদ রোমান। মামলায় ১১ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।  
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।