ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে আ.লীগ সভাপতির স্ত্রীকে হত্যার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
ফেনীতে আ.লীগ সভাপতির স্ত্রীকে হত্যার চেষ্টা জোহরা খানম

ফেনী: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন বেলাল মেম্বারের স্ত্রী জোহরা খানমকে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নের রতনপুর পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় জয়নাল মাগরিবের নামাজ পড়তে মসজিদে যায়। ঘরে তার স্ত্রী জোহরা খানম ছাড়া আর কেউ ছিলো না। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এ সময় ঘরে থাকা জোহরা খানম তাদের বাঁধা দিলে তাকে গলাটিপে ও বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ওই সময় জোহরা খানমের দুটি দাঁত ভেঙ্গে দেওয়া হয়।

পরে তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর বাড়ির লোকজন আহত জোহরাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জোহরা খানমের বড় ছেলে জাবেদুল ইসলাম মামুন বাংলানিউজকে জানান, তিনি সৌদি আরব থাকেন এবং তার পরিবার ও অপর ভাই বোন স্বপরিবারে ঢাকায় থাকেন। তার মা-বাবা গ্রামের বাড়িতে একা থাকেন। ডাকাতি ও হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১ 
এসএইচডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।