ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ছবি: বাংলানিউজ

ঢাকা: বাস চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দূর্জয়ের মৃত্যুর প্রতিবাদে রামপুরা এলাকার সড়কে প্রতিবাদের ঝড় চলছে। স্থানীয় স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীরা খন্ড খন্ড ভাবে স্লোগান দিয়ে মিছিল করছে।

এ সময় তারা নানা ধরনের স্লোগান দিতে থাকে।

আন্দোলনে প্রশ্ন রেখে অনেকেই স্লোগান দিকে শোনা যায়-  আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? উই ওয়ান্ট জাস্টিস।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র মাইনুদ্দিনের মৃত্যুর প্রতিবাদে এখনো ছাত্ররা সড়কে অবস্থান করছেন।

সোমবার দিনগত রাতে রামপুরার পলাশবাগ সংলগ্ন রাস্তায় পারাপারের সময় অনাবিল পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় স্কুলছাত্র মাইনুদ্দিন ইসলাম দূর্জয়। ঘটনার পরপরই উপস্থিত লোকজন নয়টি বাসে আগুন ধরিয়ে দেয়। মধ্যরাত পর্যন্ত চলে প্রতিবাদ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।