ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাগঞ্জে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
চাঁপাইনবাগঞ্জে যুবক খুন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ছুরিকাঘাতে আব্দুল আজিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) রাত ৯টার পর পৌরসভার বটতলা হাটের পাশে মাওড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাওড়ি পাড়ার হয়রত আলীর ছেলে। এ ঘটনায় আরো দুই যুবক আহত হন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বড়িপাড়া মহাল্লার আব্দুস সবুরের ছেলে ইমন (১৮) ও নতুন হাট এলাকার আব্দুল আলিম (১৯)।

এদিকে মঙ্গলবার (৩০ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে পৌর ভোটের কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, মোবাইল নেওয়া-দেওয়াকে কেন্দ্র করে আব্দুল আজিম নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিহত ও দু’জন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।