ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ জাটকা জব্দ ছবি: সংগৃহীত

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) রাতে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে জাটকা পরিবহনের দায়ে এক যানবাহনের সুপার ভাইজারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনি উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

অভিযান চালিয়ে যে সব জাটক জব্দ করা হয়েছে, পরে সেগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।