ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
মানিকগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত দুর্ঘটনাস্থল।

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ লাইন্স এর সামনে ট্রাকের চাপায় সেলিম আনোয়ার (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মো. জহিরুল ইসলাম  নামে অপর এক আরোহী।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। সেলিম ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্নার এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরে মানিকগঞ্জ পুলিশ সাইন্সের সামনে দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আনোয়ার ও জহিরুল। পথে একটি ট্রাক পেছন থেকে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার এবং গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা জহিরুল ইসলাম।  

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসার পর ট্রাকসহ চালক মো. মজিবরকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।