ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় সিদ্ধ চাল সংগ্রহ শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
নেত্রকোনায় সিদ্ধ চাল সংগ্রহ শুরু  ...

নেত্রকোনা: নেত্রকোনায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযানের আওতায় সিদ্ধ চাল সংগ্রহ শুরু হয়েছে।  মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে জেলা খাদ্য বিভাগের উদ্যোগে চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা খাদ্য কর্মকর্তা মো. জাকারিয়া মোস্তফাসহ অন্যরা।

জেলার ১০ উপজেলায় এ বছর ৪০ টাকা কেজি দরে ১৯ হাজার ৭৮৯ মেট্রিকটন আমন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। যার মধ্যে নেত্রকোনা সদর ও দূর্গাপুর উপজেলা থেকে অ্যাপসের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে। অন্য সব উপজেলা থেকে মিল মালিকগণের কাছ থেকে সরাসরি গুদামে চাল সংগ্রহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।