ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদেশে ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখেন ক্রীড়াবিদরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
বিদেশে ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখেন ক্রীড়াবিদরা

ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দক্ষ ক্রীড়াবিদরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উন্নয়নে তারা অপরিসীম ভূমিকা পালন করেন।

তাই দেশ গঠনে ক্রীড়াবিদদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু পঞ্চম আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে। ক্রিকেট, ফুটবল ছাড়াও অন্য খেলাগুলোতে দেশের সাফল্য ঈর্ষণীয়। সাউথ এশিয়ান গেমসে পরপর তিনবার স্বর্ণপদক জয় তারই প্রমাণ। এই সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ক্রীড়াবিদদের আন্তরিকভাবে কাজ করতে হবে।  

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদের (অব.) সভাপতিত্বে সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম (অব.) অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এমআইএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।