ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় শিক্ষার্থীদের অবরোধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় শিক্ষার্থীদের অবরোধ  রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

ঢাকা: পূর্ব ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনেও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের ওপরে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর শিক্ষার্থীরা অবরোধ শুরু করে।

তারা রাস্তায় অবস্থান করছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত তারা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে। তাদের দাবি নিরাপদ সড়ক। তাদের ৯ দফা দাবি না মানা হলে অবরোধ কর্মসূচি চলবে।

এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল আজ তারা নামবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার যেন না ঘটে সেজন্য ঘটনাস্থলে যথেষ্ট পুলিশ উপস্থিত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এসজেএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।