কুমিল্লা: কুমিল্লা নগরীর চৌধুরীপাড়ায় বেপরোয়া একটি প্রাইভেটকারের তাণ্ডবে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।
বুধবার (০১ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, একটি প্রাইভেটকার নগরীর আদালতের সামনে থেকে বেপরোয়া গতিতে হোমিও কলেজের সামনে দিয়ে কুমিল্লা হাইস্কুল রোডে ছুটতে থাকে। এ সময় প্রাইভেটকারটি একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি প্যাডেল রিকশা ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশার সামনের অংশের সামান্য ক্ষতি হলেও যাত্রীদের তেমন ক্ষতি হয়নি। তবে রিকশায় থাকা যাত্রী ও চালককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে সরু সড়কটিতে ঢুকে পড়ে ও একটি রিকশাকে চাপা দিয়ে দুমড়ে-মুচড়ে দিয়ে চলে যায়।
স্থানীয় কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ রায়হান বাংলানিউজকে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। বেপরোয়া গতিতে চালানো প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এসআরএস