ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
বগুড়ায় কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৪ উদ্ধার কষ্টি পাথরের মূর্তি।

বগুড়া: বগুড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিশেষ অভিযানে নন্দীগ্রাম উপজেলা থেকে কষ্টি পাথরের মূর্তিসহ চার জনকে আটক করা হয়েছে।

বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে বগুড়া র‍্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন বগুড়া নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মৃত লালু রবি দাসের ছেলে মন্টু রবি দাস (৫৫), তার ছেলে দিলীপ রবি দাস (৩২), হাটকড়ই গ্রামের মৃত আকবর আলীর ছেলে আব্দুল মাসুদ (৪০) ও কল্যাণ নগর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (৫৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র‍্যাব ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামে মন্টু রবি দাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২টি কষ্টি পাথরের মূর্তিসহ ৪ জনকে আটক করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া নন্দীগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।