ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
ধুনটে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০ প্রতীকী ছবি

বগুড়া: বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে বগুড়ার ধুনটে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (০১ ডিসেম্বর) সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, উপজেলার ফকিরপাড়া গ্রামের আফছার আলী ও হবিবর রহমানের মধ্যে ৯০ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। গত তিন বছরেও এ বিষয়টি নিয়ে উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছেন। মামলাগুলো বিচারাধীন। এ অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে আফছার তার লোকজন নিয়ে ওই বিরোধপূর্ণ জমির ধান কাটতে যান। খবর পেয়ে প্রতিপক্ষ হবিবর ও তার লোকজন জমিতে গিয়ে ধান কাটায় বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।  

আহতরা হলেন- আফছার আলী পক্ষের জামাল উদ্দিন (৪০), তার স্ত্রী ডেফুলী (৩৫), আফছার আলী (৬৫), তোতাউর রহমান (৪০), কামাল হোসেন (৪০), লিটন আলী (৩০), রিমন হোসেন (২৫), জিহাদ (২০), ছকিনা খাতুন (৫০), শিল্পী খাতুনসহ (৩৫) মোট ১৩ জন এবং হবিবর রহমানের পক্ষের আবুল হোসেন (৮০), আজিজার রহমান (৬০), নান্নু মিয়া(৩০), হবিবর রহমান (৭৫), শাহীন আলম (৩০), বদিউজ্জমান (৪০), বেলাল হোসেন (৫০), মিলন হোসেন (২৫), শাকিল হোসেন (২০), বাদশা মিয়া (৫৫), শাহীন (৩৫), ফরিদ উদ্দিন (৩৮), ময়নুল হাসানসহ (২২) মোট ১৭ জন।

আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আফসার আলীর ভাতিজা জামাল ও তার স্ত্রী ডেফুলী এবং হবিবরের ছেলে শাহীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আফছার আলী বলেন, তাদের পৈত্রিক জমি দীর্ঘদিন ধরে হবিবর জোর করে দখল করেছিল। জমিটি দখলমুক্ত করে ধান রোপণ করেছিলাম। সেই ধান কাটতে গেলে হবিবর ও তার লোকজন হামলা চালায়।

এদিকে হবিবর জানান, ওই জমি দীর্ঘদিন ধরে তাদের দখলে ছিল। আফছার ও তার লোকজনই জোর করে ওই জমি দখল নিয়েছিল। বিবাদমান জমির ধান কাটতে বাধা দেওয়ায় তারা তাদের ওপর হামলা চালায়।

এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বাংলানিউজকে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।