ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুইটি গাড়িই দুমড়ে-মুচড়ে গেছে।

বুধবার (০১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ গাড়িগুলোকে জব্দ ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। রাত পৌনে ১২টায় কান্দিগাঁও এলাকায় গালিব ফিলিং স্টেশনের কাছাকাছি স্থানে বিপরীতমুখী পিকআপ ভ্যানের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, পিকআপ ভ্যানটি রং সাইডে যাওয়ায় দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ ও মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত হয়নি।

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।