ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় ১৪ মণ জাটকা জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
কলাপাড়ায় ১৪ মণ জাটকা জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
 

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় অভিযান চালিয়ে ১৪ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কলাপাড়া সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

তিনি বলেন, বুধবার রাত ৯টায় শেখ কামাল সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাক ও বেশ কয়েকটি গণপরিবহন এবং একটি তিন চাকার গাড়ি থেকে এসব জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা পরিবহনের দায়ে তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করি।

পরে জব্দকৃত মাছ এতিমখানা ও মাদরাসার ছাত্র ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।