ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুর পার্বতীপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় আমির হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পার্বতীপুরে রেলওয়ে লোকোসেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আমির পার্বতীপুর শহরের ইসলামপুর কালিবাড়ী মহল্লার বাসিন্দা। তিনি সাবেক ব্যাংক কর্মকর্তা ছিলেন।

টনা সূত্রে জানা যায়, পার্বতীপুর রেল স্টেশনের প্রবেশেমুখে রেলওয়ে লোকো সেডের সামনে থাকা রেল লাইনের ধার দিয়ে পায়চারি করছিলেন আমির হোসেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস (রকেট) ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শারমিন আক্তার।

এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।