ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ছয়দিন আগে কারাগার থেকে বেরিয়ে ইয়াবাসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
ছয়দিন আগে কারাগার থেকে বেরিয়ে ইয়াবাসহ নারী আটক

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকা থেকে ৭১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আটক তিন হলেন- মনি ইসলাম (২৯), জান্নাতুল ফেরদাউস রুপা (১৯) ও মো. শাহাদাত হোসেন (৩২)।

বুধবার (১ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকা থেকে তাদের আটক করে ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণে একটি দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের উপ-পরিচালক পারভীন আখতার জানান, পল্লবী এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পল্লবী ১১ নম্বর সেকশনের নাভানা টাওয়ারের বেজমেন্ট থেকে আরেকটি প্রাইভেটকার জব্দ করা হয়। ওই গাড়িটি তল্লাশি করে একটি লাল রঙের লাগেজ থেকে ৭১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি বলেন, আটক তিনজন ইয়াবার চালানটি টেকনাফ থেকে ঢাকায় নিয়ে আসেন। এগুলো রাজধানীর বিভিন্ন মাদক স্পটে সরবরাহের পরিকল্পনা ছিল। এ চক্রের প্রধান রাজু মোল্লা ওরফে সুজন। তার নামে মাদক ও অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। স্বামীর অবর্তমানে তার স্ত্রী মনি ইসলাম মাদকের রমরমা ব্যবসা করছিলেন। তাকে সহযোগিতা করছিলেন আটক অন্য দুজন।

মনির নামে এর আগেও শাহআলীসহ রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। দীর্ঘদিন কারা ভোগ করে গত ২৬ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।