ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে যুবকের ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
মহেশপুরে যুবকের ঝুলন্ত মরদেহ

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর নাসিম (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার বেদবেরিয়া গ্রামের কবরস্থান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নাসিম ওই উপজেলার বেদবাড়ীয়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, গত (২৭ নভেম্বর) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি নাসিম। এরপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে সন্ধ্যার কিছু আগে স্থানীয়রা মরদেহটি গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতে তার মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওই গ্রামের কবরস্থানের পাশে একটি গাছে রশিতে নাসিম নামের এক যুবকের মরদেহ ঝুলে আছে। এমন খবরে সেখানে গিয়ে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।