ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারীদের সিকিউরিটিবিহীন ঋণ দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
নারীদের সিকিউরিটিবিহীন ঋণ দেওয়া হবে

রাঙামাটি: বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, নারীদের সিকিউরিটিবিহীন ঋণ বিতরণ দেওয়া হবে। ঋণ আদায়ের সুরক্ষায় তৃতীয় একজন ব্যক্তিকে দায়িত্ব নিতে হবে।

শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত রাঙামাটি জেলায় কটেজ, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতে অর্থায়ন কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ব্যবসায়ীদের বলেন, রাঙামাটির বাজার ফান্ডের জায়গা সবচেয়ে দামি। কিন্তু  প্রশাসনিক জটিলতার কারণে আমরা ঋণ দিতে পারছি না। বিষয়টি কিভাবে সমাধান করা যায় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত জানানো হবে।

এই ব্যাংকার স্থানীয় ব্যাংকের ম্যানেজারদের উদ্দেশে বলেন, আপনারা উদ্যোক্ত খুঁজে বের করুন। প্রয়োজনে রাঙামাটি চেম্বার অব কমার্স এবং ওমেন চেম্বার অব কমার্সের নেতাসহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলুন। আমরা ঋণ দিতে বসে আছি। তবে আরও সহজ নিয়মে কিভাবে ঋণ বিতরণ করা যায় সেই ব্যাপারে আমরা চিন্তা-ভাবনা করছি।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- সোনালী ব্যাংক লিমিটেডের রাঙামাটি শাখার ডেপুটি ম্যানেজার নুর রবী, রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি আব্দুল  ওয়াদূদ, রাঙামাটি ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি মনোয়ারা বেগম। সভায় স্বাগত বক্তব্য দেন- মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের রাঙামাটি শাখার ম্যানেজার শ্যামল কান্তি বড়ুয়া।

সভায় মোটেল ব্যবসায়ী, ক্ষুদ্র, মাঝারি আকারের বিভিন্ন উদ্যোক্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং সহজ শর্তে ব্যাংক থেকে কিভাবে ঋণ পাওয়া যায় সেই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।