ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ৬২ কেজি গাঁজাসহ আটক ২

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
সাভারে ৬২ কেজি গাঁজাসহ আটক ২ গাঁজাসহ আটক দুইজন

সাভার (ঢাকা): সাভারে ৬২ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুরের দিকে নবীনগর-সাভার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন -ব্রাহ্মনবাড়িয়ার জেলার মো. রিয়াদ আহমেদ পাপ্পু (২৫) ও মো. রনি মিয়া (২২)।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই মহাসড়কে চেক পোস্ট বসিয়ে একটি পিকআপভ্যান থেকে ৬২ কেজি গাঁজাসহ ওই দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় আটক দু’জনের নামে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বাংলানিউজকে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।