ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৫০ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
বরিশালে ৫০ মণ জাটকা জব্দ

বরিশাল: বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নৌ পুলিশ নগরের দপদপিয়া সেতুর টোল প্লাজা এলাকায় চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাস ও ট্রাকে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে।

এ সময় বরিশাল নৌ পুলিশের এসপি কফিল উদ্দিন ও সদর নৌ থানার ওসি হাসনাত জামান উপস্থিত ছিলেন।

কফিল উদ্দিন জানান, পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর থেকে নিয়মিত জাটকা ঢাকা যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।