ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জাহাজের ধাক্কায় ট্রলারডুবি: ১৩ জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
জাহাজের ধাক্কায় ট্রলারডুবি: ১৩ জেলে নিখোঁজ

ভোলা: ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায়  একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন ১৩ জেলে।

ভোলার চরফ্যাশনে রোববার (৫ ডিসেম্বর) মধ্যরাতে ঝড়ের কবলে পড়ে কামাল খন্দকারের মাছধরার ট্রলারটি ডুবে যায়।

কামাল খন্দকার জানান, গত পরশু বাচ্চু মাঝিসহ ২১ জন মাঝি ও জেলে ঢালীর হাট মৎস্য ঘাট থেকে ইলিশ শিকারে সাগরে যান। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বৈরি আবহাওয়া থাকায় সাগরে টিকতে না পেরে জেলেরা বাড়ি ফিরছিলেন। পথে ঢালচরের দক্ষিণ পাশে একটি জাহাজ ওই ট্রলারটিকে ধাক্কা দিলে ২১ জন মাঝি মাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। পরে তাদের মধ্যে  আটজনকে উদ্ধার করা হয়েছেন বলে স্থানীয় সূত্র জানায়।  

তিনি আরো জানান, রাতে রওনা দেওয়ার পর বাচ্চু মাঝির সঙ্গে তার কথা হয়। সোমবার দুপুরে অন্য মাঝিরা এ দুর্ঘটনার কথা জানান।

নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের শিবা ও আহম্মদপুর গ্রামে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান, ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের উদ্ধারে পুলিশ এবং কোস্টগার্ডকে নির্দশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।