ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের আন্দোলন, এবার বাইসাইকেল র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
শিক্ষার্থীদের আন্দোলন, এবার বাইসাইকেল র‌্যালি

ঢাকা: নিরাপদ সড়ক ও সারাদেশের সকল গণপরিবহনের হাফ ভাড়াসহ পূর্বের ঘোষিত ১১ দফা দাবি বাস্তবায়নের শিক্ষার্থীদের এবারের কর্মসূচি বাইসাইকেল র‌্যালি।

বুধবার (৮ ডিসেম্বর) পূর্বের কর্মসূচি অনুযায়ী রামপুরা ব্রিজ থেকে খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী  
সোহাগী সামিয়ার নেতৃত্বে বাইসাইকেল র‌্যালি কর্মসূচি পালন করেছেন।

সামিয়া জানান, বৃষ্টির কারণে  আমাদের ধারাবাহিক কর্মসূচি বন্ধ ছিল। পূর্বের কর্মসূচি  অনুযায়ী আজ আমরা বাইসাইকেল চালিয়ে দাবি আদায়ের জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছি।  
এক প্রশ্নের জবাবে, তিনি জানান, আমাদের আজকের কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তবে সামনের নতুন কর্মসূচির মধ্যে থাকতে পারে অভিভাবক,শিক্ষক ও শ্রমিকরা একত্রিত হয়ে দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করতে পারি।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১ 
এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।