ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী কালারমারছড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চারটি দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও চারটি কিরিচ উদ্ধার করা হয়েছে। এ সময় শফি আলম ওরফে টোনাইয়া (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বুধবার (০৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া ভান্ডারিঝিরি নামক পাহাড়ি এলাকায় এ অভিযান চালায় পুলিশ।

আটক শফি আলম ফকিরজুমপাড়ার মৃত বদিউল আলমের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই অভিযানের  সত্যতা নিশ্চিত করে বলেন, মহেশখালী-কুতুবদিয়ার এএসপি সার্কেল জাহিদুল ইসলামের নেতৃত্বে মহেশখালী থানার ওসি (তদন্ত) আশেক ইকবালসহ পুলিশের ১৫ জনের দুটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়ার ফকিরজুমপাড়ার ভান্ডারঝিরি নামক পাহাড়ে অভিযান চালায়। এ সময়  রুহুল কাদের হত্যায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ি থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।