ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
নড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ডগ্রি বাজার এলাকায় আখি আক্তার (৩০) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাসুর, ভাতিজা ও ভাগ্নিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আখি আক্তার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডগ্রি বাজার এলাকার সৌদি প্রবাসী হোসেন হাওলাদারের স্ত্রী ও একই উপজেলার মুক্তারের চর ইউনিয়নের মূল পাড়া চেরাগ আলী বেপারী কান্দি এলাকার আনোয়ার হোসেন কাজীর মেয়ে। তাদের স্নেহা (১২) ও জিন্তু (৫) নামের দুটি মেয়ে সন্তান রয়েছে।

নড়িয়া থানা পুলিশ এবং নিহতের শাশুড়ি নুরজাহান বেগম ও বোন মিতু বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া-দাওয়া শেষে আখি তার দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে নিজ বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। বুধবার ভোরে শাশুড়ি নুরজাহান বেগম ও আখির মেয়েরা ঘুম থেকে জেগে আখির মাথায় আঘাত দেখে চিৎকার দেয়। পরবর্তীকালে বাড়ি ও আশপাশের লোকজন ঘরে ঢুকে আখিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে নড়িয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ আখির মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর বাংলানিউজকে বলেন, আখি আক্তারকে কে বা কারা রাতে কুপিয়ে হত্যা করেছে। তার পেটে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় এনেছি। ময়নাতদন্তের প্রতিবেদন ও মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।