ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জ সদর হাসপাতালের লিফট মেরামতের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
সুনামগঞ্জ সদর হাসপাতালের লিফট মেরামতের দাবি

সুনামগঞ্জ: ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের লিফট মেরামত ও সার্বক্ষণিক লিফটম্যানের উপস্থিতি নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।  

বুধবার (৮ ডিসেম্বর) সকালে হাওর বিলাস কনফারেন্স রুমে ডেমোক্রোসি ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন ও সুনামগঞ্জ সদর থানা ছাত্রদলের সিনিয়র সদস্য রাহুল মিয়া'র উদ্যোগে সংবাদ সম্মেলন হয়।  

যৌথভাবে লিখিত বক্তব্যে আয়োজকরা বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অষ্টম তলা ভবনে মাত্র দুটি লিফট রয়েছে, লিফট দুটি ত্রুটিযুক্ত হওয়ায় রোগীদের ওঠানামা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ত্রুটিযুক্ত লিফট মেরামত ও সার্বক্ষণিক লিফটম্যানের দাবিতে এর আগে আমরা গণস্বাক্ষর ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দিয়েছি।

তারা আরও বলেন, লিফট ত্রুটিযুক্ত হওয়ায় অনেক সময় চলতি অবস্থায় বন্ধ হয়ে যায়। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। এছাড়া লিফটম্যান না থাকায় অনেক গ্রামগঞ্জ থেকে আসা মানুষ সেটির ব্যবহার না বোঝায় মানুষদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই সঙ্গে লিফটে সমস্যা থাকায় রোগীদের পাশাপাশি ডাক্তারদেরও সেবা দিতে বেগ পেতে হচ্ছে। আমরা দ্রুত সমস্যা সমাধান করার দাবি জানাই।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।