ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রোদ পোহানোর সময় ট্রেনে কাটা পড়ে নিহত ওই যুবক চলচ্চিত্র অভিনেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
রোদ পোহানোর সময় ট্রেনে কাটা পড়ে নিহত ওই যুবক চলচ্চিত্র অভিনেতা

নীলফামারী: নীলফামারীতে রোদ পোহানোর সময় ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোন ও এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে (৮ ডিসেম্বর) এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিন শিশুর সঙ্গে থাকা ওই যুবকের নাম শামীম ওরফে সালমান ফরাসি। তিনি উদীয়মান চলচ্চিত্র অভিনেতা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ।  

আরও পড়ুন:রেললাইনে খেলার সময় ট্রেনে কাটা পড়ল ৩ ভাই-বোনসহ ৪ জন

তিনি আরও জানান, নীলফামারী সদর উপজেলাধীন কুন্দপুকুর বউবাজারে রেললাইনের ওপর সকালে রেললাইনে বসে রোদ পোহাচ্ছিল তিন শিশু (ভাইবোন)। পাশেই ছিলেন ওই যুবক। হঠাৎ ট্রেন চলে এলে ওই যুবক শিশুগুলোকে রেললাইন থেকে সরানোর চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে ওই তিন শিশুর সঙ্গে তিনিও ট্রেনে কাটা পড়ে নিহত হন।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।