ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে দাদন হত্যা মামলায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
শিবচরে দাদন হত্যা মামলায় গ্রেফতার ১

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে মৎস্য বিক্রেতা দাদন চোকদারকে হত্যা মামলায় আসামি মো. আরমানকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন।

এর আগে বুধবার সকালে রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরমান শিবচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের মৃত ছামাদ শেখের ছেলে।

শিবচর থানা সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের মৃত আদম চোকদারের ছেলে দাদন চোকদারকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৩ নভেম্বর দুপুরে প্রতিপক্ষ সেলিম শেখের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কুপিয়ে হত্যা করে সেলিম শেখসহ ২০ জনের একটি দল। এসময় কুপিয়ে তার এক পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। ওই দিন বিকেলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় পরের দিন (২৪ নভেম্বর) সকালে দাদনের ভাই পান্নু চোকদার বাদী হয়ে নজরুল শেখ, সেলিম শেখসহ ১৩ জনের নাম উল্লেখ করে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১৫ দিন পরে বিভিন্ন তথ্য প্রযুক্তির সাহায্যে শিবচর থানার উপ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি দল রাজধানীর কাপ্তান বাজার থেকে মামলার এক আসামি আরমানকে গ্রেফতার করতে সক্ষম হন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এ মামলার একজন আসামিকে ঢাকা থেকে আটক করা হয়েছে। বাকিদের ধরতেও আমরা কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।